মনে পড়ে যাই শৈশবের
সেই সোনালি দিনগুলি।
প্রিয় বন্ধু তোরা কই
চল খেলি ডাংগুলি।
পাখির বাসার খোঁজে
চড়ি গাছের ডালে ডালে।
পাকা বড়ই গাছে ঢিল
দেব আবার জোরছে বলে।
নদীর দারে খেয়া ঘাটে
কত বিচরণ সবুজ মাঠে।
সাঁতার কেটে নদী পার
কলার ভেলায় চড়ব আবার।
আহা শৈশবের মজার জীবন
মাকে দিয়েছি কত জ্বালাতন।
মায়ে যখন পড়ত নামাজ
জায়নামাজে দাড়িয়ে।
আমি বুঝি শুয়ে যেতাম
জায়নামাজে গড়িয়ে।
কত শান্তি ছিল ভাই
মায়ের জায়নামাজে।
এমন শান্তি পাবে নাকো
সারা জাহান খোঁজে।