রক্তে আঁকা বর্ণমালায়
সাজানো শহীদ মিনার।
কেড়ে নিতে চেয়েছিল
মায়ের ভাষা আমার।
মায়ের ভাষা প্রাণের ভাষা
মিটায় মনের সকল আশা।
বাংলা ছাড়া কোন সে ভাষা?
মিশে আছে মা'র ভালবাসা।
মায়ের ভাষার রাখতে মান
অকাতরে যারা দিল প্রাণ,
জানাই তাদের হাজার সালাম।
সেদিন আন্দোলনে রাজপথে
বর্ণমালা আঁকে তাজা রক্তে,
রেখছিল তাঁরা মায়ের সম্মান।।