সহস্রবার আসিব আমি
পাব বলে তোমার দেখা।
আঁখি ছলছল চুল এলোমেলো
ওগো মায়াবিনী মেঘবালিকা।
মেঘের আড়ালে উড়ো গগনে
কী প্রণয় তোমার খেঁচরের সনে?
বাদল দিনে এসো নীপবনে
পেখম মেলেছে ময়ূরী ভীরু শিহড়নে।
এমন দিনে তোমার জন্যে
সাজিয়েছি ঢালা শত ফুলে ফুলে,
দিওনা ফিরিয়ে শুধু আঁখি জলে।
আর কতকাল চলব একা
জীবন সায়াহ্নে,পাব কি দেখা?
ওগো মায়াবিনী মেঘবালিকা।