মেঘনার জলে দিবারাত্রি
মাঝি নাও বেয়ে যায়।
ওপাড়েতে  ছোট্ট গাঁয়ে
আমারে নিবা মাঝি ভাই?
কলকলা নদীর বয়ে চলা
চিকচিক্ করে বালি।
গাঁয়ের বঁধু কলসি কাঙ্খে
পা দুটি তার খালি ।
মেঘনার জলে জীবিকা চলে
মাছ ধরে গাঁয়ের জেলে।
দু'পাড়ে কৃষক চাষ করে
মেঘনার স্বাদু জলে।