থাকো তুমি নিরজনে
আমায় রাখো স্বযতনে।
পয়লা যতন করলে আমায়
মায়ের গর্ভে পরম মহিমায়।
দশ কোটিতে জয়ী আমি
কত মহান খোদা তুমি।
নাড়ীর সাথে নাড়ী জড়িয়ে
কেমন করে রাখো বাঁচিয়ে।
বায়ুর সাগরে ডুবাও মহান
বায়ু ছাড়া বাঁচে না প্রাণ।
আসমান থেকে জমিনে
বিস্তৃত তোমার আসনে।
তন্দ্রা হীন চোখে কর হেফাজত
আকাশ হতে সমুদ্রের তলদেশ
বইছে  মহান তোমার রহমত।
কেমন করে গাইব তোমার গুনগান
তুমি খোদা কত সুমহান,
সব কিছু তোমারি মেহেরবান।।