ঈদের দিনে গিন্নি বলে
খাবে দুধ লাচ্ছি সেমাই।
বাবা বলে মজা হত
রাঁধলে মজার সুয়াই।
মা বলে নুডলস টা
বাবা না হলে কী চলে?
আমি বড় সুখ পাই
সবার ইচ্ছা পূরন হলে।
মনের সুখে বাজার করি
ঈদের  হাঁটে ঘুরে।
সবার জন্য শপিং করতে
কি যে ভাল লাগে।
মাঝে মঝে ভাবি আবার
আসছে মেটাভার্সের যুগ
পঞ্চাশ বছর পরে কী আর
থাকবে প্রাণের আবেগ?
বাবা যখন চাইবে কিছু
প্রিয় সন্তানের কাছে।
আমায় কেন বলছো বাবা
আমাদের তো রোবট আছে।
এমন করে বলবে না তো
মায়ের কোন আবদারে?
ঈদের দিনে মিলি সবাই
প্রাণের পরিবারে এসে।
এমন হবে না তো আবার
ঈদ করবে মেটাভার্সে।
পাঁ ছুয়ে সালামি নেয়ার
থাকবে কী সে রীতি।
নাকি আবার বিটকয়েনে
চাইবে তারা সেলামি।।