বাসন্তী সাজে সেজেছে পুরো নগরী
গাছে গাছে উঁকি দিচ্ছে নতুন কুঁড়ি।
বসন্ত গাইছে  চির সবুজের জয়গান
প্রানবন্ত জীবনের যেন এক আহ্বান।
সমান্তরালে চলছে করোনার আতঙ্ক
নিত্যপণ্যের দামে মিলছে না অঙ্ক।
পাগলা ঘোড়ার মত ছুটছে নিত্যপন্য
লাইনে দাড়িয়েএকবোতল তেলের জন্য।
মধ্যবিত্তের জীবনে আছে টানাপোড়েন
চমকপ্রদ বিজ্ঞাপনে কাটে না জীবন।
পাড়ার মোড়ের পুরনো দেয়ালগুলো
ছেয়ে থাকে নতুন বিজ্ঞাপনের পোস্টারে।
মধ্যবিত্তের জীবনে অভাবের কষাঘাতে
খসে যায় স্বপ্নগুলো আলো আর আঁধারে।