মজুদ  শুধু করে গেলা
অধিক লাভের আশায়।
রাজ্যের খিদা তোর মনে
অনাহারির কী উপায়?
পেটে খিদা নাই তোমার
চোখের খিদা অপার।
পাহাড় গিলে খাবে
নাকি,ওরে মজুদদার?
আম জনতার রক্ত চুষে
হতে চাস তুই ধনী।
নিত্য পণ্যের জোগান
দিতে রক্ত হচ্ছে পানি।
অধিক হাওয়ায় বেলুন
ফুঁটে পটাস করে পড়ে।
অধিক খেলে বদহজমে
পড়বে তুমি ঝড়ে।