রুদ্ধ ঘরে বন্দী কেন
মুক্ত করো বদ্ধ মন।
মনের ঘরে থাকলে খিল
বইবেনা শান্তির সমীরন।
মনটা যদি বন্দী থাকে
সংকীর্ণতার বেড়াজালে।
পুড়বে জগৎ ক্ষণকালে
অদৃশ্য এক রোষানলে।
সাম্যের গান গাইতে যদি
মুক্ত মনে এই জগতে।
রেষারেষি  বন্ধ হতো
ঘুণে ধরা এ সমাজ হতে।