চিনির মত মিষ্টি  তোমার রসনা
দেখে মনে হয় পাক্কা খাঁটি সোনা।
দেহে পরিচ্ছদ যেন ভেড়ার চামড়ার
হৃদয় নেকড়ের মত হিংস্র তার।
ছড়িয়ে দাও গুজব বিষের মত
মিথ্যা চারে ধোঁকাবাজি চলে অবিরত।
ধর্মের নামে দিয়ে যাও ধোঁকা
সত্য-মিথ্যা,নীতি-দূর্নীতি,পাপ -পুন্যের
মাঝে সষ্টিকর্তার স্পষ্ট সীমারেখা আঁকা।
হও যদি তুমি নিজে মোনাফেক
তোমার ইলমে আমজনতা হবে ফাসেক।
বিষ ঢালো সদা অন্যের কানে
কুৎসা রটাও গোপনে গোপনে।
ফিৎনা ফ্যাসাধ ছড়াও অবিরত
সমাজে থাকো তুমি বিষ ফোঁরার মত।
ওয়াদার খেলাপ নিয়মিত ঘটনা
তুমি মোনাফেক সকলের জানা।।