যে গোলাপ ফুটিল, জাজিরাতুল আরবে,
বিশ্বজগৎ বিমোহিত,হলো তার সৌরভে।
সে ফুলের কল্যাণে,কেটে গেল সব আঁধার,
ধনী গরীব,সাদা কালো সব হলো এক কাতার।
মুর্খরা আজ করছে, সে ফুলের অপমান
ভুলে গেছে সেই ফুলই হলো কাফফাতান।
সিরাজামমুনিরা হয়ে এলেন নবী এ ধরায়
চন্দ্র দ্বিখন্ডিত হয় তাঁর আঙ্গুলের ইশারায়।
রাসুলের দুশমনেরা পরাজিত যুগে যুগে,
দুশমনদের প্রেতাত্মা উঠে আবার জেগে।
সাবধান,হুশিয়ার ওরে রাসুলের দুশমন,
ভাঙিস না আর পিয়ারা নবীর উম্মতের মন।