কত  নক্ষত্ররাজি ঐ গগনে
কত আয়োজন এ জীবনে।
সম্পদের পাহাড় শুধু গড়িলে
মৃত্যুর কথা নাহি স্মরিলে।
আসবে যখন যাবার সময়
মোমিনের মৃত্যু প্রশান্তিময়।
পাপিষ্ঠ আত্মার রুহের প্রস্থান
যন্ত্রণাময় পাবে জাহান্নাম।
সম্পদের মোহে কাটে দিনরাত
দুনিয়া করে গেলে শুধুই আবাদ।
খোদার ইবাদতে নাহি পাও স্বাদ
করে গেলে নিরবে পরকাল বরবাদ।
মৃত্যুকে ভুলে যত কর গাড়ি-বাড়ি
মৃত্যু সকল স্বাদ কর্তনকারী।
পায়ের গোছা দিয়ে  বের হবে রুহ
নিস্তেজ হবে দেহের সব অঙ্গ,
রঙ্গিন দুনিয়ার আয়োজন হবে সাঙ্গ।
যতই পালিয়ে কর আত্মগোপন
মৃত্যুকে করতেই হবে আলিঙ্গন।