মুকুটবিহীন রাজা আমার দেশের চাষা
তারাই আসল হিরো নয় যে তারা ভীরু।
চৈত্রের খর তাপে থাকে ফসলের মাঠে
কাল বৈশাখী ঝড়ে তারা পিছু নাহি হটে।
চাষা ফসল ফলায় সবার আহার জোগায়
মুখে থাকে হাসি ফসল ফলায় রাশি রাশি ।
মাটির ঘ্রাণে ভরা সোনার মানুষ তারা
বিলাসিতা ছেড়ে কাজ করে দেশের তরে।
তাদের মুখে চাই হাসি কৃষক ভালোবাসি
কৃষক মোদের ভাই তাদের শ্রদ্ধা জানাই।