তুমি কোন প্রলয়ের ঝর তুলো
                       লুকিয়ে হিয়ার মাঝে।
তোমায় হারানোর শঙ্কা জাগিলে
                          অনলে পুড়ি নিজে।
আমি অথৈ সাগরের দক্ষ নাবিক
                  জেনে শুনে কেন  জড়ালে।
উত্তাল সাগরের তীব্র ঢেউয়ে
                        আমি থাকি মাস্তুলে।
শত প্রলয়ের মাঝে ব্যথা লুকায়
                    আমার হাসির আড়ালে।
মোর নয়নে অশ্রু দেখার বৃথা চেষ্টা
                     তোমার যাবে বিফলে।