নারী তুমি হবে অতিবেগুনী
রশ্মির মত  অতি শক্তিশালী।
হবে তুমি চিন্তায়   দূরদর্শী
হয়ো নাকো  যৌতুকের বলী।
তুমি আজ এভারেস্ট জয়ী
নারী তুমি মহাশূন্যচারিণী।
কেন তুমি নিজেকে হনন কর
হয়ে সস্তা প্রেমে অভিমানী?
নারী তুমি কখনো দেবী
কখনো আবার স্বপ্নচারিনী।
তুমি আজীবন পুরুষের প্রেরণা
কোথায় নেই তোমার পদচারনা।
নারী তুমি কখনো অপরাজিতা
কখনো আবার পবিত্র মেরীমাতা।
নারী তুমি ত্রাতা,শস্য ক্ষেত্র,
দার্শনিক,মুনি,ঋষি হিসাবে
আছে তোমার অনেক চরিত্র।।