এই ভুবনে মায়ার বন্ধনে
হারাই আমি রোজ।
আসল ঠিকানা খোঁজে পাইনা
আসলে আমি নিখোঁজ।
মহীরুহ ভেবে নিলাম যে ঠিকানা
আসলে তাহা কচুরিপানা।
প্রিয়জন হয়ে পাশে ছিল
যারা সুসময়।
অসময়ে জানা যায়
সবই ছিল অভিনয়।
ক্লান্ত পথিক যে জল
দেখে হাতটি বাড়ায়।
মরিচীকার মত তাহা
ধোকা দিয়ে  যায়।
যে তরীতে উত্তাল দরিয়া
পাড়ি দিতে চাই।
ঝড়ের কবলে সে তরী
মধ্য সাগরে ডুবে যায়।