পৃথিবীর পথে হেঁটেছি দুজন
পদ চিহ্ন হয়তো মুছে গেছে।
প্রেম সে তো আজ নির্বাসনে
শুধু স্মৃতিরা নিভৃতে  নির্জনে।
সে মেঠো পথ আজো আছে
নদীর তীরে সাজনো পাথর।
নতুনের পদচারণায় সে পথ
আগের চেয়ে  আরো মুখর।
সে পাথরে বসেছে নতুন জুটি
নিচ্ছে কত শত প্রেমের শপথ।
পুরনো শপথের স্বাক্ষীরা আজ
নিস্তব্ধ নির্বাক শুধুই বোবা পাথর।
পাথরের কান্না কেউ শুনে না
হৃদয়ের কম্পন শুনতে পায় না।
হারানো ব্যথা পাহাড় সম মনে
প্রেম সে তো আজ নির্বাসনে।।