শিশির বিন্দু জমা হইয়া
সবুজ ঘাস করিল শীতল।
সে তো শিশির কনা নয়
নিশীথিনীর কান্নার জল।
ঘন কালো আঁধারে একা
কোন বিরহে কান্না করে।
সব প্রাণী নিরবে ঘুমায়
নিশীথিনীর   অশ্রু ঝরে।
বলে ছিলে আসবে তুমি
শেষ বিকালে নদীর তীরে।
কাঠগোলাপের মায়ায় পড়ে
হাঁটবে তুমি হাতটি ধরে।
গোধুলীর সোনালী আভায়
রাঙাবো দুজন স্বপ্ন গুলো।
হঠাৎ এক ঝড়ো হাওয়ায়
দিনের আলো,আঁধারে হারালো।