বৃক্ষ সে তো নির্ঘুম দীর্ঘ নিশি কাটায়
স্বপ্নেরা ডানা মেলে পাতায় পাতায়।
কখন ফুঁটবে ফুল শাখায় শাখায়?
ভোর না হতেই সে ফুল ঝড়ে যায়।
শুকনো পাতার মর্মর মর্মর ধ্বনি
তাহার উপর হেঁটে চললেই তো শুনি।
স্বপ্ন ভাঙার বজ্র ধ্বনি  নীঃশব্দে হয়
নিয়তির কঠিন হিসাব হয় না নির্নয়।
উড়ে যায় পাখি তার আহার জোগাতে
কোন ভুলে সে নিজেই শিকারির পাতে।
ছানা তার বসে থাকে গভীর হয় রাত্রি
পাখী যে ফিরে না, এই বুঝি  নিয়তি।।