নদীরে তুই সব খেলে
আমার বসত বাড়ি।
তবু তোর পেট ভরেনি
ডুবালে ভাঙা তরী।
শত বর্ষের পুরনো স্কুল
ভেঙে নিলে এবার।
নদীরে তোর পড়ালেখার
আছে কি দরকার?
নদীর এপার ছিল মসজিদ
ওপারে ছিল গীর্জা।
সবই কেড়ে নিলে রে তুই
ভাসে ভাঙা দরজা।
ভাসান চরে বাজার ছিল
ছিল আড্ডার ঠিকানা।
সবাই এখন বাস্তুহারা
ঠিকানা নেই জানা।