নদী বয়ে চলে সাগরের বুকে
ছন্দপতন হয় জীবনের বাঁকে।
নদী সাগরের মিলনে মোহনা
দুঃখ কষ্টে হয় জীবনের বর্ণনা।
জোয়ার ভাটা নদীর নিত্য ঘটনা
দুঃখের পরে সুখ আছে জানা।
বয়ে চলে নদী তবু অবিরাম
আমৃত্যু চলে জীবন সংগ্রাম।
কূল ভাঙ্গে নতুন কূল গড়ে
গতিপথ পরিবর্তন হয় তার,
স্বর্ণলতার জীবন কর পরিহার।
থেমে যাওয়া তো মৃত্যুর কাজ
জীবন থাকিতে নিশ্চল হওয়া,
মানব জীবনের জন্য লাজ।
ভাঙ্গে গড়ে নদী যেমন  চির সত্য
মানব জীবনে সে খেলা চলে নিত্য।
নদী সাগরের মোহনায় মিশে
সব বাঁধা অতিক্রম করে।
মানব জীবনের হয় অবসান
যখন মৃত্যু দুয়ারে কড়া নাড়ে।