আকাশ পানে পাখি উড়ে
উড়ো চিঠি দিলাম তারে।
মনের খাঁচায় সাজানো বাসর
পাখির জন্য উদাস দুপুর।
  শূন্য বাসর  রইল পরে
কোন আকাশে পাখি উড়ে।
পাখি যে ঠিকানা চিনল না,
ও পাখিরে, বুঝেনা মনের বেদনা।
ঐ আকাশে যেদিন ঝড় হবে
সেদিন পাখি খাঁচা খুঁজবে।
সেদিন আর খাঁচা থাকবে না
ও পাখিরে, বুঝেনা মনের বেদনা।।


বিঃদ্রঃ একটি গীতি কবিতা লেখার ব্যর্থ চেষ্টা।