তুমি বল ছয়,আমি বলি নয়।
তোমার আমার মাঝে
কেন এমন ছয় নয়?
তুমি ভালোবাস আলো
আমি বাসি কালো আঁধার।
আলো আঁধারের এ খেলা
যেথায় জীবন অস্ত পাড়।
তুমি বাস কর দিগন্তে
আর আমি  সীমান্তে।
তোমার আমার এ পার্থক্য
মিলবে কোন দিন অনন্তে?
অবশেষে তোমার তুমিত্ব
আর আমার আমিত্ব,
ফলাফল শুধু দূরত্ব।