প্রজ্ঞাময় পরম সহনশীল প্রভু
কত ভুল করি  ক্ষমা কর তবু।
আদেশ নিষেধ মানি না যে মোরা
তবুও বিস্তৃত তোমার রহমতের ধারা।
ইলম দানে শ্রেষ্ঠ করেছো ধরায়
তবু আমি হিলম হারাই সর্বদায়।
জীবন মরনের মাঝে অল্প ক্ষন
তবুও সবর হারাই সর্বক্ষন।
প্রভাতে উঠে আমি করি পন
গড়তে চাই আমি আইয়ূবের জীবন।
ঘুম যেন ভাঙ্গে মোর আযানের সুরে
কাটাতে চাই জীবন হিলমে সবরে।
মোর এবাদত কবুল কর প্রভু
আমি যেন ভুলে না যাই সরল পথ কভু।।