বিত্তশালী পেটুক মনিব
চড়ছে নিজের গাড়ি।
ড্রাইভারকে দিচ্ছে ঝারি
জোড়ছে চালাও গাড়ি।
বিশাল কাজের মিটিং আছে
টাকা কাড়ি কাড়ি।
কাজটা এবার পেয়ে গেলে
বিলাতে বানামো বাড়ি।
ড্রাইভার একটু হেসে বলে
প্রিয় মনিব মশাই।
চার শহরে ষোলটি বাড়ি
থাকার লোক যে নাই।
তোমরা স্বপ্ন দেখো না যে
ওরে বোকা ড্রাইভার।
বিলেতে একটা বাড়ি
করার স্বপ্ন ছিল আমার
এবার মনিব মশাই
জানতে চায়,ড্রাইভারের কাছে।
এ জীবনে সে সবচেয়ে বড়
কোন স্বপ্ন দেখেছে?
ড্রাইভার একটু মৃদু স্বরে
বলে আমার মালিক।
গরীব হলেও স্বপ্ন দেখি
শত সহস্রের অধিক।
একদিন আমার ঘুমের ঘরে
আলাদীনের দৈত্য হাজির।
বলে তোর মনে কি চাওয়া
বলনা আমায় ফকির।
তিনটি জিনিস চাইতে পার
তোর মনে যা ইচ্ছে করে।
এমন কথায় খুশি মনে
চাইলাম তাহার দারে।
প্রথমত হতে চাইলাম
গাছের শীতল ছায়া।
ক্লান্ত পথিক শান্ত হবে
আমাতে বিশ্রাম নিয়া।
দ্বিতীয়ত বললাম আমি
হতে চাই শীতল পানির ঝর্ণা।
পান করিয়া মিটাবে সবাই
প্রাণের গভীর তৃষ্ণা।
তৃতীয়ত বললাম আমি
হতে চাই নির্মল বায়ু।
গ্রহন করিলে দীর্ঘ হবে
সব মানুষের আয়ু।
এমন কথা শুনিয়া মনিব
দিল তাকে এক বকা।
আমি হলে চাইতাম বোকা
শুধু কাড়ি কাড়ি টাকা।
এমন সময় গাড়িখানা
এদিক সেদিক দুলে।
আল্লাহর নাম জপেন মনিব
টাকার হিসাব ভুলে।
এমন কেন করছে গাড়ি
ভয় লাগছে আমার।
ব্রেক ফেল করছে গাড়ি
কি করব আমি আর।
বেঁচে থাকলে এ জগতে
দেখা হবে আবার।