হাতির পায়ে ধ্বংসিলে আজ
পিপীলিকার বাসা।
পিপীলিকা কহে,ওগো বিশাল বাহে
তোমার হৃদয় আজ
অহংকারে ঠাসা।
ক্ষমতার জোড়ে,ভাঙ্গিয়াছো তেড়ে
ভরা নদীর কুল।
তুমি অট্রালিকায়,আমি ছিন্নমুল।
আমি ছোট তাই
নাই ক্ষমতার বড়াই।
আমায় সদা কর অবহেলা
একদিন তোমার আসিবে
নীরবে যাবার বেলা।
যেদিন নিথর এ দেহ
পড়ে রবে অন্ধকার মাটির নীচে।
সেদিন পিপীলিকা মুচকি হাসে,
পোকামাকরেরা মহা ধুমধামে
আনন্দ মিছিল করবে মহা উল্লাসে।