পিপীলিকা পিপীলিকা
চলে না সে একা একা,
চলার পথ সরলরেখা।
পরিশ্রমে সুখ আনে
পিপীলিকা ভাল মানে।
তাইতো সে বোঝা টানে
দেহের চেয়ে পঞ্চাশ গুনে।
সামাজিক প্রাণী সে
থাকে না সে উপোষে।
শ্রীষ্মকালে আহার জমায়
বর্ষাকালে মজা করে খায়।
বিপদে পড়লে তার ভাই
ঝাঁপিয়ে পড়ে সবাই।
উপর থেকে পিপীলিকা
পড়ে যদি মাটিতে,
মরে না সে আঘাতে।
পিপীলিকার সচেতনতা
প্রজারক্ষায় আছে তৎপরতা।
শাসক ভক্তিতে আছে একতা
বুদ্ধিদীপ্ত তাহার কর্মপন্থা।
মহাগ্রন্থ আল কোরআনে
বর্ননা আছে সুরা নামলে।