শৈশবটা রঙ্গিন ছিল
           যেন সদ্য ফোঁটা ফুল-
           কত প্রিয় ছিল ভাই
           পাড়ার ঐ স্কুল।


           যেখান থেকে হাতে খড়ি
           শিক্ষা জীবন শুরু -
           শ্রদ্ধা জানাই নতশীরে
           ছিলেন যত গুরু।


           স্মৃতি বিজড়িত প্রিয় শৈশব
           প্রানের উচ্ছাস-
           কৃষ্ণচুড়ায় রঙ্গিন করে
          বেলি ফুলের সুভাস।


          কৃষ্ণচুড়ার গাছটি নেই
          আছে রঙ্গিন স্মৃতি -
         জড়িয়ে আছে পবিত্র আবেগ
         যার নেই কোন ইতি।


         হিন্দু-মুসলিম বন্ধুদের মাঝে
        ছিলনা কোন বিভেদ -
        জমের মত ভয় পেতাম ভাই
         শিক্ষাগুরুর বেত।


       লেখাপড়া আর খেলাধুলায়
        সুনাম ছিল বেশ -
       মনে পড়ে যাই সকালবেলার
        পিটি সমাবেশ।


        প্রার্থনা দিয়ে শুরু
        জাতীয় সঙ্গীতে শেষ -
        কত হাসাহাসি আর খুনসুটি
        রয়ে গেল সেই দুষ্টমির রেশ।।

আল্লাহ হাফেজ।।
তাংঃ০৫/০৯/২০২১ ইং