বিস্তৃত আরণ্যক আমার
কুহেলিকা পড়ছে বনে।
মাঘের সন্যাসী এল,তবু
যাচ্ছে প্রহর তুমি বিহনে।
নিঃসঙ্গে বয়ে চলা শব্দহীন
কম্পন শুনতে নাহি পাও।
হৃদয় মন্দির হলো চৌচির
তবুও হাতুড়ি চালিয়ে যাও।
এত পাপ্তি এত যে বিজয়
এত সাধনায় পাইনি তোমায়,
এ আমার বড় পরাজয়।
বিশ্বজয়ী আলেকজান্ডার
হতে চাই নি কভু আমি।
তোমার হৃদয় মঞ্জিলে ঠাঁই
পেয়ে হতে চেয়েছিলাম প্রেমী।।