সন্ধ্যা নামে ঘন আবিরের রাগে
ঘরে ফেরার স্বাদ আমারও জাগে।
সকল পাখি ফিরে আপন নীড়ে
সব শিশু যায় তার আপন ঘরে।
আমি রয়ে যায় শুধু পথের উপর
পথশিশু বলে পায় না যে ঘর।
আজ এ পথ তো কাল ঐ পথ
সব পথ যেন আমার ঠিকানা।
কোন সে পথে থাকে ঈশ্বর
আছে কি কারো জানা?
দেখা যদি হতো বলিতাম যীশু
আমি কেন আজ পথশিশু?