নীরবে হৃদয়ে বিরহের যাতনা
না পাওয়ার তীব্র বেদনা।
পাব বলে দিবা স্বপ্ন দেখি
আমি তাকেই প্রেম বলি সখি।
যে আঁখিতে দুনিয়া কালো
সে আঁখিতে দেখি তার রূপের আলো।
যে আগুনে সব পুড়ে আঙ্গার
সে আগুনে ঝাঁপ দিই বারবার।
সখি শুনেনা তাহা ধর্মের কাহিনী
আমি তাকেই প্রেম বলে জানি।
চোখের আড়াল হলেও সখি,
দেখি তাকে হৃদয়ের আয়নায়।
ঘৃনার চোখে সে তাকালেও
থাকতে চাই তার দৃষ্টির সীমানায়।
মরনে মোর সব অঙ্গ নিস্তেজ হই
তাকে দেখার জন্য চোখ দুটো চেয়ে রই,
সখি তাকেই আমি প্রেম কই।।