বিরহী বাতাস যেন উল্টো বইছে
বেদনার বিষ চারিদিকে ছড়াচ্ছে ।
কাল পত্রিকার পাতায় ছাপা হলো
পোশাকের দায়ে হেনস্তার শিকার নারী।
আজ দেখি কন্যা সন্তান জন্ম দেওয়ায়
আরেক নারীকে ছাড়তে হলো   বাড়ি।
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায়
স্বামীর হাতে স্ত্রীর জীবন হলো বলি।
ভালবাসার প্রিয়তমা স্ত্রী নির্যাতন
সয়তে না পেরে গলায় দিল দড়ি।
তবে কী নারীর কোন দেশ নেই?
কেন তবে নিজ গৃহে ঘরহীন নারী।
হয়তো আমার, না হয় তোমার
আদরের প্রিয় বোন নির্যাতিত যারা,
অতিথি পাখি হয়ে আসে নি তারা।