নিগূঢ় রাতের আঁধার কালো
আমার প্রিয়া কৃষ্ণ কালো,
লাগে ভালো,লাগে ভালো।
প্রিয়ার কাজল কালো আঁখি
ভ্রমর কালো এলো কেশ,
মহাকাব্যের নায়িকা আমার
উপমার হয় না যেন শেষ।
কালোর মাঝে পেয়েছি আলো
ভালোবেসে প্রিয়া দ্বীপ শিখা জ্বালো।
কালো বলে তোমায় দেয় নি যারা
তোমার প্রিয় রং হলুদে সাজতে,
আঁখি খোল,তোমার জন্য এনেছি
হলুদ গাঁদা ফুলের মালা গলে পড়াতে।
ভালবেসে রংধনুর সাত রঙ্গে সাজিয়েছি
কালোর মাঝে আজ নিজেকে হারিয়েছি।