আমার যাতনা নয় বিষে
নয় পরবাসে।
কিযে লাগে ব্যথা
প্রিয়জনের  অকৃতজ্ঞতা।
কি জ্বালা পুড়িলে আগুনে
দেহটা একটু ধ্বসে।
হৃদয়টা যায় পিষে
প্রিয়জন যদি  অট্রহাসে।
লাশকাটা অন্ধকার ঘরে
কি আর ভয় হয়?
প্রিয়জনের অবহেলা
কেমন করে সয়।
একাকি খোলা মাঠে
কতটা আতঙ্ক বজ্রপাতে,
যতটা প্রিয়জনের আঘাতে।
সয়তে পারি অভাব
কাঁদি না যে লাজে।
চোখে অশ্রু আসে
যদি প্রিয়জন ভুল বুঝে।