গাঁয়ের বধূ ডুকরে কাঁদে সবার আড়ালে
চোখের জল আড়াল করে শাড়ীর আঁচলে।
রাঙা হাতে কাঁচা মেহেদীর ঘ্রাণ যে  আছে
ভালবাসার প্রাণের স্বামী গেল প্রবাসে।
মনে ছিল রঙিন স্বপ্ন কত শত শত,
হৃদয় তাহার ক্ষত বিক্ষত মেহেদী পাতার মত।
প্রাণের স্বামী পরে আছে দূর পরবাসে
স্বামী ছাড়া তাহার কাছে সবই যেন মিছে।
দিন যায় রাত আসে কাটে রাঙা সকাল
এটাই যেন প্রবাসীর নব বধূর কপাল।