জন সমুদ্রে হাঁটিতেছি আমি, তবুও লাগছে একা।
পৃথিবী ঘুরছে অবিরত, থেমে  কি জীবনের চাকা?
হাজারো প্রশ্ন জীবনের তরে,করেছি কোথায় ভুল।
উত্তর খুঁজে পাইনি আজো, তবু্ খুঁজিয়া ফেরি কূল।
মাঠের পর মাঠ, সবুজ বনানীতে পূর্ণ ধরার ক্যাম্পাস।
হারানো ব্যথায় ধুসর ফ্যাকাসে, জিবনের ক্যানভাস।
নীল আকাশ আমার,কালো ভারী মেঘে মেঘাচ্ছন্ন
সোনালী সূর্যটা থাকে অধরা,শুধু হারানো পাখির জন্য।