মাছ শিকারি মাছরাঙা
গাছের ডালে হাঁটুভাঙা।
বসে থাকে জলের ধারে
সুযোগে সে শিকার ধরে।
যাকে ছাড়া নাম অসম্পূর্ণ
তাকে মেরে করে উদর পূর্ণ।
যে গাছের নীচে প্রাণ জুড়াও
সে গাছের বুকে কুঠার চালাও,
কাঠুরিয়া তুমি বড় নির্দয়।
উপকারী বৃক্ষের গায়ের ছাল
কেটে নিতে লাগে না ভয়।
প্রতিদান কেন এমন হয়?