স্বাধীনতাহীনে শোষণের যাতাকলে
শকুনেরা খাচ্ছে মানচিত্র গিলে।
বৈষম্য প্রবঞ্চনার রোষানলে
বাঙালি ভাসছে চোখের জলে।
এমনি এক জাতির আঁধার রাতে
তুমি এলে আলোর মশাল হাতে।
শোনালে মুক্তির গান
তুমি শেখ মুজিবুর রহমান।
পাহাড়ের মত দৃঢ় তর্জনী উঠিয়ে
জানালে মুক্তির আহ্বান।
তোমার ডাকে লাখো জনতা
অকাতরে বিলিয়ে দিল প্রাণ।
সবুজের বুকে এঁকে দিলে তুমি
স্বাধীনতার লাল সূর্যের ছবি,
তুমি রাজনীতির মহা কবি।
ব্যক্তিত্বের উচ্চতায় যেন হিমালয়
সাগরের চেয়ে বিশাল যার হৃদয়।
নির্জন কারাগারের সেলে, স্বাধীনতার জন্য
নির্ঘুম কাটালে কত রাত।
বাঙালি জাতি পেল স্বাধীনতার স্বাদ।
তুমি এনে দিলে স্বাধীনতার সম্মান
ঘাতকেরা কেড়ে নিল তোমার প্রাণ,
তুমি জাতির পিতা শেখ মুজিবুর রহমান।