রিপু
এম.এইচ.শ্রাবন
হে বিশ্বব্রহ্মান্ডের অধিপতি প্রভু
নভোমন্ডল ভূমন্ডলে আছে যা কিছু।
দিয়েছো কত প্রান,তুমি সুমহান
করিছে আরাধনা,সবই তুমার জানা।
আছে যত ফিরিশতা কুল
নেই তাদের কোন ভুল।
যত জীবজন্তু,চতুষ্পদ,পক্ষী
বিবেকের অভাবে পাবে মুক্তি।
ছ'টি রিপুর তাড়নায়
মানুষ আমি শুধু পাপ কামায়।
আছে আমার কাম বাঞ্ছা
তাইতো আসে শত ঝঞ্ঝা।
ক্রোধের অনলে নিজেক পোড়ায়
আছে লোভ লালসার অভিপ্রায়।
ক্ষণিকের মোহে জীবন হয় ঘোলাটে
তাইতো ধ্বংস আসে ললাটে।
অহংকার প্রথম পাপ এই দুনিয়ার
শয়তানের এই পথ কর পরিহার।
অহংকার সৃষ্টিকর্তার চাদর
কেন মানবের  মাঝে দাম্ভিকতার আধার?
পরশ্রীকাতরতা শয়তানের ভূষণ
মানুষের মাঝে আছে এ রোগের পোষণ।
ইর্ষান্বিত তুমি দেখে অপরের উন্নতি।                    লাভের চেয়ে বেশি তুমারই ক্ষতি।


[এ ষড় রিপুর গোলামি বন্ধ করতে পারলেই আমাদের জীবন হবে সফল,সুন্দর এবং নির্মল]
আল্লাহ হাফেজ