আকাশে মেঘমালা দেখে
নিশ্চিত হয়ো না বৃষ্টি হবে।
বাতাসের গতিবিধি দেখে
নিশ্চিত  থেকো না নৌকা,
তোমার সহিসালামতে থাকবে।
কত মেঘমালার পরে রৌদ্র
উঠে কালো মেঘ কেটে যায়।
কত শান্ত সাগরে বরফে
আঘাতে জাহাজ ডুবে যায়।
সবই হয় মহান রবের ইশারায়।
সমূদ্রের মারিয়ানা স্নেইলফিশ
কত গভীরে আহার পায়।
আজ যে ভুখারি আহার খুঁজে
রাস্তার পাশে ময়লার ভাগাড়ে।
কাল সে তো বসতেই পারে
ক্ষমতার অনেক বড় আসনে।