সব রোকনের সেরা রোকন রোযা
রোযা হল সব এবাদতের  দরজা।
ইমানের এক চতুর্থাংশ হল রোযা
রোযায় বন্ধ থাকে দোজখের  সাজা।
মেশকের মত যেন রোযাদারের মুখ
রোযার  এবাদতে পাই  বড় সুখ।
রোযাদারের নিদ্রা এবাদতের সমান
হাদিসে আছে তার নিখুঁত প্রমান।
খোদা তা'আলা নিজে ফরমান
নিজ হাতে দিবেন রোযার প্রতিদান।
বেহেশতে আছে রোযাদারের সম্মানে
প্রবেশ করবে তারা বাবুর রাইয়ানে।


বিঃদ্রঃ কবিতাটি রোযার বিভিন্ন হাদিস ও আয়াতের আলোকে লেখার চেষ্টা করেছি। তথ্যগত ভুল থাকলে মন্তব্যে জানালে কৃতার্থ থাকবো।ধন্যবাদ