সাধুর দেশে নানান বেশে, বিড়াল তপস্বী।
আশেকান মুরিদান নাচে বেজায় খুশি।
হরেক রকম আহার সাথে মৌসুমি ফল।
সব সধু আড়ালে খায় এক ঘাটের জল।
সব সাধুর বচন মধুর অন্তর ভরা বিষে।
নিজের পেট পূর্ণ করে ভক্তের পিট পিষে।
সাধুর দেশে শুনতে পাবে ধর্মের কাহিনী।
কাম সাগরে ডুবে সাধু ভুলে ধর্মের বাণী।
কেউ খায় না গোমাংস কেউবা কচ্ছপ।
কাম নদীর জল পানে সব সাধু নিশ্চুপ।