এমন কিছু কর সঞ্চয়
তোমার নৌকা ডুবিলে,
পাও যেন শেষ আশ্রয়।
অতিকায় হাতি গর্ব করিতে,
পারে নিয়া তাহার বপু।
তোমাকে ডুবাবে ভাসাবে
তোমার ভিতরের কু রিপু।
তোমাকে করে নি শ্রেষ্ঠ
তোমার দেহের শক্তি।
দেখনি উটের বিশাল দেহ
কিসের তোমার এত খোঁড়া যুক্তি?
বারি বর্ষণে জমিন হলো
কত মনোরম সুজলা সুফলা।
জ্ঞানের আলোয় না খুঁজিলে
আঁধারে দুয়াশায় যাবে বেলা।