ক্লান্ত পথিক চলার পথে
অপরাহ্নে বিষন্ন আনমনে।
দেখেছিলাম তোমায় সেদিন
গোলাপি ফুলের  হিজল বনে।
ফুলের সাথে ফুলের আলাপন
নয়ন ভরে দেখি ফুলের বিচরণ।
ফুলের চোখে পড়ল চোখ
হাজার ফুলের মাঝে ফুল।
সেদিন থেকে পাই না খুঁজে
তাহার চক্ষু নদীর   কূল।
সেদিনটা ছিল আগুনমাখা
কিসের যেন পেলাম দেখা।
খোঁপায় তাহার শিউলিমালা
মুখের কথায়  হয়নি বলা।
যে কথা মনে পুড়ে অনলে
সে কথা ভাসে নয়ন জলে।