এই মাটির ঘ্রাণে, স্বাধীন পাখির গানে
বাংলা মায়ের সবুজ আচঁল পানে,
কোথায় নেই তোমার অবদান?
তুমি শেখ মুজিবুর রহমান।


কাঁদা মাটি জলে,লাল সবুজ পতাকা দিলে
হিমেল হাওয়া বইছে নৌকার পালে,
রেখেছো বাংলা মায়ের মান।
তুমি  শেখ মুজিবুর রহমান।


সুখে দোলে,ছোট্র শিশু মায়ের কোলে,
স্বাধীনতার সুখ তুমি এনে দিলে।
তোমার নাম সদা বহমান।
তুমি শেখ মুজিবুর রহমান।


ভাটির দেশে, জন্মেছ বীরের বেশে
বাংলা মাকে ভালোবেসে,
দিয়ে গেলে জান প্রাণ।
তুমি শেখ মুজিবুর রহমান।