স্তব্ধ আকাশ দখিনা বাতাস
১৫আগষ্টের শোকে।
কেমন করে গুলি ছুড়লে
শেখ রাসেলের বুকে?
স্বাধীনতার লাল সূর্যটা কে
ডুবাতে চেয়েছিলে।
ঘরে ঘরে আজ শেখ রাসেল
মুজিবকে ধারন করে।
কেমন করে দৃঢ় এক হিমালয়
সিঁড়ির মেঝেতে নামালে।
বাংলাদেশের বুকে সেদিন
বুলেটে রক্ত ঝরালে।
রক্তের দাগ হয়তো মুছে গেছে
রক্ত ক্ষরন আজও আছে।
শেখ রাসেলরা আসবে যুগে যুগে
বাংলাদেশ কে ভালোবেসে।
শোকের শক্তিতে অপশক্তি হারবে
বাংলাদেশ থাকবে জেগে।
কেমন করে গুলি ছুড়লে
শেখ রাসেলের বুকে?