নদী আমায় শিক্ষা দিল
                  আপন বেগে চলতে।
সূর্য আমায় আরো শিখায়
              নিজের আলোয় জ্বলতে।
পাহাড় আমায় বলে কানে
                   উঁচু মাথায় দাড়াতে।
বৃক্ষ শেখায় কেমন করে
               নিজের আহার জোগাতে।
মৃত্তিকা  শিখায় নীরবে
                  সহনশীল হও জীবনে।
পিপীলিকা শিখায় আবার
                     পরিশ্রমে সুখ আনে।
আঁধার আমায় শিক্ষা দেয়
                    একাকী পথে চলতে।
নিজের ছাঁয়া হারায় যখন
                     কিভাবে হয় হাঁটতে।