কোন এক শীতের বিকালে
যদি মনে পড়ে আমায় ভুলে।
এসো পথিক সেই পথে
যে পথে তুমি পথ হারালে।
মেঠো পথের সবুজ ঘাসে
পড়বে তোমার পায়ের ছোঁয়া।
শিশির কণা হারাবে লাজে
পূর্ণ হবে পথের চাওয়া।
খেয়া পাড়ে নদীর  ধারে
হাঁটবো দুজন হাতটি ধরে।
খোপায় দেব সরষে ফুল
কাটবে তোমার সকল ভুল।
অনন্ত যৌবনা বয়ে চলা নদী
নীরবতার আজ হবে ছুটি।