ফ্যালফ্যাল অবাক দৃষ্টিতে
সোডিয়ামের মৃদু আলোতে।
হৃদয় কাঁপে মনের অজান্তে
যখন দেখি নীরব  মধ্যরাতে।
সারি সারি মানুষগুলো ক্লান্তিতে
ঘুমায় ধুলোমাখা ফুটপাতে।
তাহার মাঝে আসে আবার
এক পশলা ঝড়ো বৃষ্টি।
কলিজাটা  করে কাঁপা-কাঁপি
জীবনে তাহার অদৃষ্টের দৃষ্টি।
মাটির বিছানা  হয় কর্দমাক্ত
চোখের কোণ হয় জলে সিক্ত।
কত অসহায় শ্রেষ্ঠ সৃষ্টি
তুমি নির্দয় শীতের বৃষ্টি।।