শীতের সমান্তরালে –
বয়ে চলে উত্তরের সমীরণ।
কনকনে শীতের সকালে
থাকে ঘন কুয়াশার আবরন।
প্রাণ জুড়িয়ে শীতল হলো
খেজুর রসের মিষ্টি ঘ্রাণে।
চিতই পিঠায় সরষে ভর্তা
জিহ্বে যেন জল আনে।
শিম ফুলে শিশির কণা
হীরের টুকরোর মত জমে।
বিড়াল ছানা লেপের নীচে
ঘুমায় কত আরামে!
শীত নিবারনের চেষ্টা চলে
খড়ের নাড়া জ্বেলে।
গরুর গা কাপড়ে ঢাকে
গৃহস্থের গোয়ালে।
দীঘন্ত জোড়া সরিষা ক্ষেত
ভরে যায় হলুদ ফুলে।
চাষীরা মাঠে ছুটে চলে
শীতের সকালে।